মেহেরপুর পৌর নির্বাচনের আচরণবিধি সম্বন্ধে অবহিতকরণ সভা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে গতকাল বুধবার দুপুরে পৌর নির্বাচনের আচরণবিধি সম্বন্ধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের উদ্যোগে তার সম্মেলনকক্ষে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানের পরিচালনায় নির্বাচন মনিটরিং কমিটির সদস্যসহ নির্বাচন আচরণবিধি সম্বন্ধে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এছাড়া চার মেয়র প্রার্থীর মধ্যে তিনজন ও বর্তমান মেয়র আলহাজ মতুর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা নিশান সাবের (মোবাইলফোন) ও বর্তমান মেয়র মুতাচ্ছিম বিল্লাহ মতুর (নারিকেল গাছ) প্রতিনিধি মানিক হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচনের আচরণবিধি দেখভাল করার জন্য নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন জানান, তিনি আচরণবিধি পর্যবেক্ষণ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী আলোচনায় অংশ নেন। এছাড়া মনিটরিং টিমের সদস্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রতিনিধি স্বপন কুমার খাঁ, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেসবাহুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী ও  সাংবাদিক রফিকুল আলম উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধির ওপর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌর নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরেপেক্ষভাবে সম্পন্ন হবে। কোনোক্রমেই কোনো অন্যায়ের প্রশ্রয় দেয়া হবে না। কোনো জায়গায় কোনো প্রকার আচরণবিধি লঙ্ঘিত হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়।