মহেশপুরের বিতর্কিত হলুদ সাংবাদিক : সরোয়ারের প্রতারণা ফাঁস

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী সাংবাদিক আব্দুর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করে একটি রিপোর্ট বিভিন্ন পত্রিকায় ই-মেল করে মহেশপুরের বিতর্কিত হলুদ সাংবাদিক সরোয়ার হোসেন। বুধবার সকালে তার ঘনিষ্ঠজনেরা তা ফাঁস করে দেয়। গত ১৭ এপ্রিল ওবাইদুল ইসলামের সভাপতিত্বে সভা উল্লেখ করে যাদের নাম ওই সভায় উপস্থিত দেখিয়ে বিবৃতি দেয়া হয়েছে। তাদের অনেকেই তা অস্বীকার করেছে। এরমধ্যে আজকের নীরবাংলার সম্পাদক এমদাদুল হক মিলন টেলিফোনে জানিয়েছেন এই ধরনের কোনো মিটিং-এ তিনি উপস্থিত ছিলেন না এবং কোনো বিবৃতি দেননি। অপরদিকে সাংবাদিক দিপু ইসলাম ও নুর হোসেন লিখিতভাবে জানিয়েছেন, তারা এই সভা সম্পর্কে কিছুই জানেন না এবং কোনো বিবৃতি দিইনি। এছাড়া সাংবাদিক জালাল উদ্দিন জানিয়েছেন, তিনি কোনো পত্রিকায় রিপোর্ট পাঠাননি তার নাম করে সরোয়ার হোসেন রিপোর্ট পাঠান। এ বিষয়ে মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম বলেন, মহেশপুর প্রেসক্লাবকে বিতর্কিত করার জন্য স্বাধীনতাবিরোধী একটি চক্র ষড়যন্ত্রে নেমেছে। আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না।