জীবননগর শাপলাকলিপাড়ার আহত গৃহবধূ বাড়ি ফিরেছেন : ডাকাতির নেপথ্য নিয়ে রহস্য

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর শহরের শাপলাকলিপাড়ায় সোনার গয়না ও টাকা লুটকালে দুর্বৃত্তদের ধারালো হেঁসোর কোপে আহত প্রবাসী গৃহবধূ বাড়ি ফিরেছেন। গতকাল বিকেলে হাসপাতাল থেকে তিনি বাড়ি ফেরেন। এদিকে এ ডাকাতির ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, গৃহবধূ চাঁন বানু প্রবাসে থাকার সুবাদে তার কাছে প্রচুর অর্থ ও সোনার গয়নাগাটি রয়েছে। বর্তমানে তিনি সুদের ব্যবসার সাথে জড়িত। সোনার গয়না বন্দক রেখেও তিনি সুদে টাকা দিয়ে থাকেন। তার বাড়িতে সব সময় টাকা ও গয়না মজুদ থাকে। এমন ধারণা থেকেই চাঁন বানুর পরিচিতজনেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে। তবে পুলিশ জোরালো তদন্ত করলে মূল বিষয় বেরিয়ে আসবে এবং এর হোতাদের চিহ্নিত করা সহজ হবে বলে অনেকে মত প্রকাশ করেছেন। গত মঙ্গলবার রাতে ৬-৭ জনের দুর্বৃত্ত প্রবাসী চাঁন বানুর বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার পর আলমারি ভেঙে ২ লাখ টাকা ও ৮ ভরি সোনার গয়না লুট করে পালিয়ে যায়। আহত চাঁনবানুকে (৪২) উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়।