জীবননগর মাধবখালীর গাঁজা ব্যবসায়ী মিনাজুলের কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: ভারত থেকে গাঁজা পাচার করে আনাকালে ভ্রাম্যমাণ আদালতে আটক মাদকব্যবসায়ী মিনাজুল ইসলামকে (৪৫) ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জীবননগর ইউএনও সেলিম রেজা এ সাজা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তের মাধবখালী গ্রামের আবেদ আলীর ছেলে মিনাজুল সকালে ভারত থেকে চোরাইপথে গাঁজা পাচার করে আনছিলো। এ সময় খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন ধোপাখালী বিওপির কমান্ডার হাবিলদার জিলাহাসের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে দেড়শ গ্রাম গাঁজাসহ আটক করে। ইউএনও সেলিম রেজা এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোষ স্বীকার করায় মিনাজুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এছাড়াও ওইদিন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির সদস্যরা রাজাপুর স্কুলের পেছন থেকে ১৪৪ বোতল ফেনসিডিল ও ২৭ বোতল মদ উদ্ধার করেন।