দলীয় নেতাকর্মীদের মাঝে আহত বিএনপি নেতা খোকন খান

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া রেল ক্রসিঙে ট্রেনের সাথে জিপের মর্মান্তিক সংঘর্ষে আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন দীর্ঘদিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছেন। গতকাল বুধবার তিনি উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দেখা করেছেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ ৩ মাস ১৪ দিন পর দলের সাধারণ সম্পাদককে কাছে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বিএনপি নেতা খোকন খানও এসময় কেঁদে ফেলেন। এ সময় তিনি দলের এ ক্রান্তিকালে সকল ভেদাভেদ ভুলে এক মঞ্চে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রাম করার জন্য আহ্বান জানান। আহত দলের সাধারণ সম্পাদকের আশু সুস্থতা কামনা করে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র হাজি নোয়াব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উথলী ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন প্রমুখ।

উল্লেখ, গত ৪ জানুয়ারি মেয়ে-জামাতা ও নাতনিসহ খোকন খান জিপযোগে ঢাকা যাওয়ার পথে খুলনা থেকে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেসের সাথে তাদের জিপের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে জিপটি দুমড়ে-মুচড়ে যায় এবং নাতিন রাফিন (৬) ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘনায় তিনি ও মেয়ে এ্যানি মারাত্মকভাবে আহত হন। ঢাকা পঙ্গু হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। মেয়ে এ্যানি এখনো চিকিৎসাধীন১। এ অবস্থায় বিএনপির এ নেতা গত মঙ্গলবার বাড়ি ফেরেন।