জীবননগরে ১০ ভিক্ষুককে পুনর্বাসন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলাকে ভিক্ষুকমুক্তকরণ করার উদ্যোগ হিসেবে গত দু দিনে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে এসব ভিক্ষুককে স্বাবলম্বী করার উদ্দেশে কাপড়, ডিম ও খাদ্য-খাবারসহ মালামাল প্রদান করা হয়েছে। পুনর্বাসিত ভিক্ষুকরা নিজেরা যে ব্যবসা করার ইচ্ছা পোষণ করেছে তাদেরকে সেই সব মালামাল প্রদান করা হচ্ছে। গতকাল বুধবার পুনর্বাসিত ৫ জন ভিক্ষুকের মধ্যে একজনকে ডিম ও অপর দুজনকে বিক্রির জন্য কাপড় দেয়া হয়েছে। পুনর্বাসিত ভিক্ষুকদের হাতে গতকাল এ সব মালামাল তুলে দেয়াকালে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা সমাজসেবা অফিসার আফাজউদ্দিন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের গত দু দিনে পুনর্বাসিত ভিক্ষুকরা হচ্ছে- উপজেলার নারায়ণপুর গ্রামের আবু বকর, পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোমেনা খাতুন ও সিপ্রা বেগম, তেঁতুলিয়ার মর্জিনা খাতুন, রাজনগরের মনোয়ারা খাতুন, মনোহরপুরের ফেরদৌসি বেগম, উথলীর সোনা  ভানু, মোশাররফ হোসেন, নূর ইসলাম শেখ ও পাথিলার বাদল। এখন থেকে এরা নিজ পায়ে দাঁড়ানোর জন্য এরা কেউ কাপড়, কেউ ডিম ও কেউবা বাদাম-চকলেট বিক্রেতা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। উপজেলা পরিষদ থেকে তাদেরকে প্রয়োজনী, শাড়ি কাপড় ও লুঙ্গি, থান কাপড়, ডিম ও ডিমের খাচা, বাদাম ও চকলেট প্রদান করা হয়। এ সময় তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় চাল-ডাল, তেল, রসুন ও পেঁয়াজসহ সংশ্লিষ্ট খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এখন থেকে ভিক্ষা ছেড়ে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবন ধারণ করবে বলে অঙ্গীকার করে।