এনজিও কমীকে মারধর

আলমডাঙ্গায় উপস্থিত না থাকা ডাক্তারের প্রেসক্রিশনের ছবি তুলে

কোম্পানির নিকট পাঠানোর অভিযোগ 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় টাকার বিনিময়ে উপস্থিত না থাকা ডাক্তারের প্রেসক্রিশনের ছবি তুলে কোম্পানির নিকট পাঠানোর অভিযোগে বেসরকারি এনজিও ভিত্তিক ফোর-পি সার্ভে ম্যানকে মারধরের অভিযোগে উঠেছে এক মেডিকেল প্রতিনিধি। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা হাইরোডে মেডিকেল প্রতিনিধিরা ওই ফোর-পি সার্ভে ম্যানকে মারধর করে এবং তার মোবাইলে থাকা সমস্ত ফাইল মুছে দেয়।

জানা গেছে, বাংলাদেশে বেশকিছু নামীদামী ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেসরকারি এনজিও ভিত্তিক সার্ভে ম্যান দিয়ে তাদের কোম্পানির ওষুধ ডাক্তাররা প্রেসক্রিপশনে লেখেনকি না তা ছবি তুলে জমা দেন। গতকাল সকালে আলমডাঙ্গায় এক বেসরকারি এনজিও ভিত্তিক সার্ভে ম্যান ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি তুলতে আসে। এসময় জেনারেল ফার্মাসিউটিক্যালের এক প্রতিনিধির সাথে প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। সার্ভে ম্যানের হাতে থাকা তার মোবাইলটি নিয়ে নেয় মেডিকেল প্রতিনিধি। তার মোবাইলে বেশ কয়েকজন ডাক্তারের প্রেসক্রিমনের ছবি তোলা ছিলো। মোবাইলে থাকা সমস্ত ফাইল মুছে দেয়। সার্ভে ম্যান টাকার বিনিময়ে আলমডাঙ্গায় দীর্ঘদিন ধরে উপস্থিত না থাকা বেশ কিছু ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি তুলে কোম্পানির নিকট জমা দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসময় মেডিকেল প্রতিনিধি কথা কাটাকাটির একপর্যায়ে সার্ভেম্যানকে চড় থাপ্পড় মারতে শুরু করে। একে একে মুহূর্তের মধ্যে আরো কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা হাজির হয়। সবাই তাকে বিভিন্নভাবে কথা বলতে থাকে। এসময় দীর্ঘদিন ধরে উপস্থিত না থাকা ডাক্তারদের প্রেসক্রিপশন ব্যবহারকারী কোম্পানির নাম বেরিয়ে আসে। এসময় তারা বলে এই সার্ভে ম্যান এসকেএফ ও অপসোনিন ফার্মাসিউটিক্যালসহ বেশ কিছু প্রতিনিধিদের নিকট থেকে টাকা খেয়ে একাজ করে। প্রতিনিধিরা বলেন এই সার্ভে ম্যানের রিপোর্টের ওপর আমাদের প্রমোশন, বেতন ও বোনাসসহ নানা ধরনের সুযোগ সুবিধা নির্ভর করে।