দর্শনা যুবলীগের তুখড় নেতা আজিজুর রহমান বাবু চলে গেলেন না ফেরার দেশে

এমপি টগরসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ : আজ দাফন

দর্শনা অফিস: দর্শনার যুবলীগ থেকে আরো একটি নিবেদিতপ্রাণ ঝরে গেলো। যুবলীগ হারালো বর্ষিয়ান নেতা আজিজুর রহমান বাবুকে। বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকলকে শোকের সাগরে ভাসিয়ে আজিজুর রহমান চলে গেলেন না ফেরার দেশে। এমপি টগর, আজাদসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আজ দাফন সম্পন্ন করা হবে। দর্শনা পৌর শহরের আনোয়ারপুর মহিলা মাদরাসাপাড়ার লুতফর রহমানের ৪ ছেলে ও ৬ মেয়ের মধ্যে আজিজুর রহমান বাবু ছিলেন ২য় সন্তান। ১৯৯৪ সালে জেলা ছাত্রলীগের সদস্য পদের মধ্যদিয়ে রাজনৈতিক পথচলা শুরু হয়। একই বছর দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের প্রকাশনা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে কলেজ ছাত্রলীগের সভাপতি, পরে জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য পদ পান বাবু। বর্তমানে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। সম্প্রতি দর্শনা পৌর যুবলীগের কমিটি প্রক্রিয়ায় সভাপতি প্রার্থী ছিলেন আজিজুর রহমান বাবু। কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক সকলের পরিচিত মুখ, মিষ্টভাষি আজিজুর রহমান বেশ কিছুদিন ধরেই লিভার জনিত রোগে ভুগছিলেন। গত ২২ এপ্রিল শনিবার বাবু বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকায়। সেখানে প্রথমে মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। মনোয়ারা হাসপাতালে ৪ দিন চিকিৎসা দেয়া হলেও অবস্থার উন্নতি না হলে ২৬ এপ্রিল ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুরকোলে ঢোলে পড়েন যুবলীগের এ বর্ষিয়ান নেতা আজিজুর রহমান বাবু (৪২) ইন্নালিল্লাহে…….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বাবুর মৃত্যু সংবাদ দর্শনায় পৌছুলে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনসহ কান্নায় ভেঙে পড়েন সতীর্থ রাজনৈতিক সঙ্গীরা। রাত ১০টার দিকে বাবুর লাশ আনা হয় নিজবাড়িতে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। গোটা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বাবুকে শেষবারের মতো একনজর দেখার জন্য নিজবাড়িতে ভিড় জমায় শ শ শোকাহত মানুষ। ২ সন্তানের জনক আজিজুর রহমান বাবুর অকালমৃত্যুতে যেন কেউ চোখের জল ধরে রাখতে পারেনি। বাবুর লাশ দেখতে গিয়ে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, জেলা পরিষদের সাবেক প্রশাসক উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, আ.লীগ নেতা এরশাদ মাস্টার, আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, ইদ্রিস আলী, আতিয়ার রহমান হাবু, শফিকুল আলম, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর মনির সরদার, হবা জোয়ার্দ্দার, আবু সাঈদ খোকন, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি ফারুক আহমেদ, যুগ্মসম্পাদক খবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, ফিরোজ আহমেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, আশরাফ আলম বাবু, ইকবাল হোসেন, মামুন শাহ, মোস্তাফিজুর রহমান মতি, মান্নান খান, মামুন খান, সোলায়মান কবির, রহমান রওশন, সাইফুল ইসলাম হুকুম, জয়নাল আবেদীন নফর, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, আশরাফুল, লোমান, প্রভাত, রায়হান, অপু প্রমুখ। আজ রোববার সকাল ৯টায় কেরুজ ক্লাবমাঠে জানাজার নামাজ শেষে মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্থানে বাবুর লাশ দাফন করা হবে।