দামুড়হুদা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের স্মারকলিপি

সিলেটের পাতাকুঁড়ি সোসাইটির মাধ্যমে সোলার প্যানেল স্থাপন না করার দাবিতে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেট পাতাকুঁড়ি সোসাইটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় সোলার প্যানেল স্থাপন না করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় দামুড়হুদা ইউপি অ্যাসোসিয়েশনের সভাপতি জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরীফুল আলম, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করীম এবং নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, সিলেটের পাতাকুঁড়ি সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান টিআর ও কাবিটা প্রকল্পের আওতাধীন ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে সোলার প্যানেল স্থাপনের কাজ পেয়েছে। কিন্তু সংস্থাটির কাজের মান সন্তোষজনক নয় এবং কাজের কোনো স্বচ্ছতা নেই। স্থানীয় কোনো সংস্থার মাধ্যমে সোলার প্যানেল স্থাপন করা হলে কাজের গুণগত মান যাচাই করে নেয়া যায় এবং সোলার প্যানেল স্থাপনের পর যদি কোনো ত্রুটি দেখা যায় বা খারাপ হয় তাহলে তাৎক্ষণিকভাবে তাদের দিয়ে মেরামত করা সম্ভব হবে। এ বিষয়ে চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, জুড়ানপুর ইউনিয়ন ৭ লাখ টাকার প্রকল্প পেয়েছে। এর মধ্যে সাড়ে ৩ লাখ টাকার সোলার প্যানেল স্থাপন করতে হবে। এই টাকার ৫০ ভাগ এখনই চাচ্ছেন পাতাকুঁড়ি সোসাইটি। যা সন্দেহের সৃষ্টি হয়েছে।