মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিত : দুটি ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশে নির্বাচনে বিএনপির সংবাদ সম্মেলন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পুনরায় ভোটগ্রহণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল রোববার বেলা ১১টায় মেহেরপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষে বক্তব্য তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন।

লিখিত বক্তব্যে মাসুদ অরুন সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১১ ও ১২ নং ভোট কেন্দ্রের ব্যালট ছিনতাইকারীদের গ্রেফতার, ওই দুটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, পৌর এলাকার সকল বৈধ অস্ত্র নির্বাচনকালীন সময় পর্যন্ত জমা রাখা, নির্বাচনের ৪৮ ঘণ্টা পূর্বে ওই এলাকায় বহিরাগতদের থাকতে না দেয়া, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ভোটগ্রহণের পরিবেশ তৈরি করা, দল নিরপেক্ষ প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেয়া এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে তার পরিবেশ তৈরি করা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, শেখ সাঈদ হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ ও জেলার কমর্রত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট ছিনিয়ে নিয়ে তাতে সিল মেরে বাক্সে ঢোকানের অভিযোগ মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার। বাকি ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের চেয়ে এক হাজার ৩৬৮ ভোটে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান রিটন।