আলমডাঙ্গা রেলস্টেশনে র‌্যাবের মাদকবিরোধী অভিযান- মাদক ও টাকাসহ মাদকসম্রাট ছপু আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেলস্টেশনে হাত বাড়ালেই মাদকের ছড়াছড়ি। রেলস্টেশনে কুষ্টিয়া র‌্যাব-১২ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসম্রাট ছপুকে ইয়াবা, হেরোইন ও টাকাসহ আটক করেছে। ৩০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে ছপুকে ৩৯৪ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন ও টাকাসহ আটক করে।

জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশন পাড়ার মৃত মেহের আলীর ছেলে মাদকসম্রাট সাজ্জাদুল আলম ছপু (৩৫) দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে। আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় মাদকসম্রাট ছপু বলে এক নামে চেনে। তার কাছে শুধু আলমডাঙ্গা না বিভিন্ন এলাকা থেকে নেশাখোররা মাদকসেবন ও কিনতে যায়। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে পাইকারি মাদকদ্রব্য ক্রেতা ও নেশাখোরের আনা গোনা ছিলো। সে ইয়াবা, হেরোইন, গাঁজা, প্যাথেডিনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করতো। ৩০ এপ্রিল কুষ্টিয়া র‌্যাব-১২’র ডিএডি শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ছপুকে আটক করে। এ সময় ছপুর নিকট থেকে ৩৯৪ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইনও ১২ হাজার ৭শ টাকা উদ্ধার করে। কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে ৩০ এপ্রিল থেকে আটকে রেখে গতকাল বিকেলে ছপুকে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোপর্দ করেন। ছপুর বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। আজ ছপুকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। এছাড়া আলমডাঙ্গা রেলস্টেশনে কয়েকজন মাদকব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নিকট মাদকব্যবসা ছেড়ে দেয়ার তালিকায় নাম লিখিয়ে আবারও কৌশলে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।