আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান ও মেম্বার আলেমুদ্দিনকে আদালতে তলব

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন ও পরিষদের মেম্বার আমেলুদ্দিন খানকে আদালতে তলব করা হয়েছে। মৃত একই ব্যক্তির পক্ষে দু ধরনের ওয়ারিশ সনদপত্র দেয়ায় মেহেরপুর আদালত তাদেরকে তলব করেছেন। মেহেরপুর সদর আমলি আদালতের বিজ্ঞ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সানাউল্ল্যাহ তাদেরকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যাদানের নির্দেশ দিয়েছেন।
আদালতসূত্রে জানা গেছে, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন ও পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার আলেমুদ্দিন খান ইউনিয়ন এলাকার মৃত পাঁচু মণ্ডলের ওয়ারিশ সনদপত্র প্রদান করেছেন। দু পক্ষের কাছে দু ধরনের তথ্য সংবলিত ওয়ারিশ সনদ দিয়েছেন তারা। এতে আদালত বিভ্রান্তিতে পড়েন। কোনটা সঠিক তা জানার জন্য আগামী ১১ মে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন ও মেম্বার আলেমুদ্দিন খানকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখাদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।