চুয়াডাঙ্গার তিতুদহে কনে দেখতে এসে বরসহ ৫ জন গ্যাঁড়াকলে : পুলিশে সোপর্দ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহে কনে দেখতে এসে বর দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের সাইদ, তার দুলাভাই, চাচা, মামা ও কনের চাচাসহ ৫ জন গ্যাঁড়াকলে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদেরকে তিতুদহ ক্যাম্প পুলিশ আটক করে নিয়ে গেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ সেন্টার পাড়ার নজরুল ইসলামের বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ে দেখতে আসে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাইদুল রহমানের ছেলে সাইদ হোসেন। এ সময় তার সাথে ছিলো দুলাভাই খাইরুল ইসলাম, মামা আ.সাত্তার, চাচা মিনারুল ইসলাম। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসের জারিকারক ওসমান গনি নজরুলের বাড়িতে হাজির হন। এ সময় তিনি বর সাইদ হোসেন এবং কন্যার জন্মনিবন্ধনের কাগজ পত্র দেখতে চান। কাগজে তাদের উভয়ের বয়সই কম থাকে। বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে কে অবহিত করলে তিনি আয়োজক দের আটকের নির্দেশ দেন। এ সময় পুলিশ বর সাইদ, বরের দুলাভাই খাইরুল ইসলাম, মামা আ. সাত্তার, চাচা মিনারুল ইসলাম ও কণের চাচা সবদুলকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। এদিকে প্রতিবেশি এবং বর পক্ষ থেকে জানানো হয় বিয়ে না আত্মীয়ের সুবাদে কনে দেখতে এসেছিলো। তবে নজরুলের বাড়িতে বিয়ের কোনো আয়োজন কারো চোখে পড়েনি। আজ আটককৃতদের চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হবে বলে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই লিটন গাজী জানিয়েছেন।