চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজের ওপর মাদকবিরোধী অভিযান : দুজন পাকড়াও : মদ ও ঘুমের ইনজেকশন উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে মাদককারবারী দুজনকে পাকড়াও করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতরাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ লিটার বাংলা মদসহ শিপনকে ও ১৬ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ আমিরকে আটক করা হয়।

আটককৃত আমির দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার রনি বক্সর ছেলে। শিপন দৌলাতদিয়াড় মাদরাসাপাড়ার মজনুর রহমানের ছেলে। দুজনের বিরুদ্ধেই পৃথক মামলা রুজু হয়েছে। আজ বৃহস্পতিবার এদের আদালতে সোপর্দ করা হতে পারে। এছাড়া শহর ফাঁড়ি পুলিশ তালতলা-হাজরাহাটি সড়ক থেকে মুচিপাড়ার সৃষ্টির ছেলে নিশিতকে কয়েক পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে। তাকেও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্রিজের ওপর মাদকবিরোধী অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ ও এসঅই সহিদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদসহ শিপনকে ও ঘুমের ইনজেকশনসহ আমিরকে আটক করে নেয়া হয় গোয়েন্দা দফতরে। পরে সদর থানায় দেয়া হয়। থানা পুলিশ দুজনকেই ডিবির দায়ের কৃত মামলায় গ্রেফতার দেখিয়েছে বলে জানিয়েছে পুলিশ।