চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে রোহিত-সামি

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সোমবার এই দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।ইনজুরি কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন ব্যাটসম্যান রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ সামি।এদের মধ্যে গত বছরের অক্টোবরের পর থেকে রোহিত কোনো ওয়ানডে খেলেননি। আর ২০১৫ সালের বিশ্বকাপে ইনজুরিতে পড়ার পর থেকেই দলের বাইরে সামি। আগামী ১ জুন ইংল্যান্ডে বিশ্বকাপের পর দ্বিতীয় বৃহত্তম আসর শুরু হবে। যথারীতি ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।এছাড়া দীর্ঘদিন দলে উপেক্ষিত থাকার পর ফেরা যুবরাজ সিং এবং ইনজুরিতে আইপিএল খেলতে না পারা স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকেও দলে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার সময়সীমা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বাকি সাত দেশ দল ঘোষণা করলেও বিষয়টি ঝুলিয়ে রেখেছিল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারত।চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলবে কিনা, তা নিয়েই দেখা দিয়েছিল ঘোর অনিশ্চয়তা। নতুন আর্থিক মডেল ও ‘তিন মোড়ল’ প্রশ্নে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় শোচনীয় হারের পর চ্যাম্পিয়ন্স ট্রুফিকে দর কষাকষির মাধ্যম বানাতে চেয়েছিল তারা। আইসিসিতে নিজেদের লভ্যাংশ ভাগের হিসাবে না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি দিয়েছিল ভারত।

ভারত
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেদার যাদব, মানিশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জসপ্রিত বুমরা, আজিঙ্কা রাহানে, বরীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামি।