চুয়াডাঙ্গা কাস্টম্স এক্্রাইজ ও ভ্যাট বিভাগ চুয়াডাঙ্গার আয়োজনে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট বিভাগ চুয়াডাঙ্গার আয়োজনে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার ভবনে অনুষ্ঠিত কর্মশালায় যশোর কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সৈয়দ মোকাদ্দেস হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন ও মুসক-২০১২ আইনের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। কর্মশালায় কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট বিভাগ চুয়াডাঙ্গার সহকারী কমিশনার বিভাগীয় কর্মকর্তা মো. সলিম উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। ব্যবসায়ীদের পক্ষে প্রশ্ন করেন চেম্বারের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, সরেশ কুমার আগরওয়াল পিন্টুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। উন্মুক্ত আলোচনার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সলিম উল্লাহ বলেন, জনকল্যাণে রাজস্ব এবং রাজস্ব হলো একটি দেশের উন্নয়নের অক্সিজেন। তাই সকলকে সরকার নির্দেশিত বিধি মোতাবেক ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাট নিবন্ধিত ব্যবসায়ীগণ অন্যদের তুলনায় বাড়তি সুবিধা ভোগ করবেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি ঘোষ, সহকারী রাজস্ব কর্মকর্তা মোজাম্মেল হক ও শামীমুজ্জামান।