চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক পোল থেকে পড়ে গুরুতর আহত ওজোপাডিকোর অস্থায়ী শ্রমিক শামিম

স্টাফ রিপোর্টার:  বৈদ্যুতিক পোলে কাজ করতে উঠে মই থেকে পড়ে আহত হয়েছেন ওজোপাডিকোর চুয়াডাঙ্গাস্থ অস্থায়ী শ্রমিক শামিম (৩৫)। তিনি  চুয়াডাঙ্গা শহরের সি অ্যান্ড বি পাড়ার মৃত চান্দু বিশ্বাসের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গুলশানপাড়ায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত শামিমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ওজোপাডিকোর অস্থায়ী শ্রমিক শামিম ৪-৫ জন সহকর্মী সাথে নিয়ে গুলশান পাড়ায় বিদ্যুতের সংযোগ মেরামতের কাজে যান। সেখানে একটি বৈদ্যুতিক পোলে মই বেয়ে উঠে কাজ শুরু করেন। হঠাৎ মই থেকে পা পিছলে পাকা রাস্তার ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। রক্তাক্ত জখম হন। শুরু হয় বমি। রক্তাক্ত আহত অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে শামিমের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল দুপুরেই সরকারি অ্যাম্বুলেন্সযোগে শামিমকে রাজশাহী নেয়া হয়েছে। গত রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শামিমকে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রাখা ছিলো।