কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে স্কুলছাত্রী নিহত : আহত ১০

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে দু’পক্ষের সংঘর্ষে রুমী নামের (১৫) এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় মণ্ডল গ্রুপ ও লস্কর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে বুধবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়।সংঘর্ষের এক পর্যায়ে মণ্ডল গ্রুপের প্রধান সাদ ব্যাপারীর নাতনী রুমী বুকে ফলাবিদ্ধ হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মণ্ডল গ্রুপের সমর্থকরা পাহাড়পুর, নুরপুর ও গোপালপুরে লস্কর গ্রুপের লোকদের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে। কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, এলাকায় আরও সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।