৫দফা দাবিতে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি পেশ

 

মেহেরপুর অফিস: ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীর ন্যায় সমান স্কেল ও অবসরভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন মেহেরপুর শাখা। গতকাল রোববার দুপুরে সংগঠনটির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জেলা প্রশাসক পরিমল সিংহের হাতে স্মারকলিপি তুলে দেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ঝুঁকিভাতা ও রেশনিং ব্যবস্থা চালু, ঢাকার আশপাশে গ্রামপুলিশ প্রশিক্ষণ সেন্টার স্থাপন ও গ্রাম পুলিশদের ছেলে-মেয়েদের বিভিন্ন সরকারি চাকরিতে ১০ ভাগ অগ্রাধিকার প্রদান। বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন মেহেরপুর শাখার সভাপতি মনিরুল ইসলাম বলেন, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৪৫ হাজার ৬৭০ জন গ্রামপুলিশ কর্মরত রয়েছেন। তারা প্রায় ৭০ ধরনের কাজ করে থাকেন। অথচ একজন দফাদারের বেতন ৩ হাজার ৪শ টাকা আর একজন মহল্লাদারের বেতন মাত্র ৩ হাজার টাকা। এ টাকা দিয়ে সংসার চালানো দায়। তাই গ্রাম পুলিশরা অনতিবিলম্বে ৫ দফা দাবির বাস্তবায়ন চান।