দামুড়হুদার নতিপোতায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে সমাপ্ত হলো বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল সোমবার বিকেল ৩টায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়মাঠে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বঙ্গমাতা গোল্ডকাপে জয়লাভ করেছে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপের সমাপনীতে মুখোমুখি হয় নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের সমাপনীতে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও টাইব্রেকারে ৩-২ গোলে কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে। পরে নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবীর ও ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তালেব। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন আশরাফুল হক ও সজিব হাসান।

উল্লেখ্য, গেল ১১ মে থেকে ৪ দিনব্যাপী নতিপোতা ইউনিয়ন পর্যায়ের খেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা অংশ নেয়।