বর্তমান সরকার সমাজের উপেক্ষিত প্রতিবন্ধীদের সুবিধার্থে কাজ করছে

আলমডাঙ্গ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক যন্ত্র হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে হুইপ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক যন্ত্র হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতিবন্ধী বলে অবহেলা করবেন না। তাদেরকে লেখাপড়া করার সুযোগ দিতে হবে। বর্তমান সরকার সমাজের উপেক্ষিত প্রতিবন্ধীদের সুবিধার্থে কাজ করছে। তাদেরকে প্রতিমাসে ভাতা দেয়ার পাশাপাশি শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তাদের মাঝে হুইল চেয়ার দেয়া হচ্ছে। সরকারের এই কর্মকাণ্ড চলমান। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সমাজ সেবা অফিসার আবু তালেব, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূর ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জনশক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আহসান মৃধা,  উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহি উদ্দিন, সৈয়দ মাসুদুল ইসলাম, ছবির উদ্দিন, শাহরিয়ার কবির, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মিরাজুন নেছা, আবুল কালাম আজাদ, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মোল্লা ফেরদৌস রিজভী, হাসান সাজিদ হাবিব। অনুষ্ঠান শেষে ৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, চাহিদা অনুযায়ী একজনকে হিয়ারিং এইড ও ২ জনকে চশমা বিতরণ করা হয়।