কার্পাসডাঙ্গা ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শরিফ রতন: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। গতকাল বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ফুটবল মাঠে আন্তঃপ্রাথমিক বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আ.লীগের সদস্য খলিলুর রহমান ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবিদ আজাদ আকমল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা অত্যন্ত জরুরি। ছেলে-মেয়েরা যাতে খারাপ পথে না যেতে পারে সেজন্য খেলাধুলার প্রয়োজন অপরিসীম। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুল হক, কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আহসান, মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, জাহাজপোতা-হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, শিক্ষক মুনতাসির সুমন, আজগার আলী,হাবিবা খাতুন,জেসমিন নাহার, উম্মে হাবিবা, কুলসুম খাতুন, জহরুল ইসলাম মামুন প্রমুখ। উল্লেখ্য ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপে জাহাজপোতা-হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে আরামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জাহাজপোতা-হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মো. রমজান, আব্দুর রউফ ও মো. ফিরোজ।