হরিণাকুণ্ডুর ধুলিয়ার কুঠিমাঠে ছিনতাইকারীদের তাণ্ডব

ভাগ্নির বিয়ে শেষে স্ত্রী ও পুত্রবধূকে সাথে নিয়ে গভিররাতে বাড়ি ফেরার পথে তিক্ত অভিজ্ঞতা
কেএ মান্নান: আলমডাঙ্গা-হরিণাকুণ্ডু সীমান্তের মধ্যবর্তী ধুলিয়ার কুঠিমাঠে ডাকাতদল তাণ্ডব চালিয়েছে।
ডাকাতেরা বিয়ে বাড়ি থেকে ফেরা এক পরিবারের কর্তা ও দু নারী সদস্যকে সড়কে আটকে বেঁধে অস্ত্রের মুখে নগদ টাকা সোনার গয়না ছিনিয়ে নেয়। এ সময় শ্লীলতাহানির অপচেষ্টা চালিয়ে ডাকাতদল ব্যার্থ হয়। ঘটনাটি ঘটেছে গত পরশু সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে।
জানা গেছে ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের সবুর শাহর ছেলে গৃহকর্তা মোতালেব শাহ। তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সোমবার রাতে পাশ্ববর্তী আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের ওমর আলীর মেয়ে ডলির (১৮) (সম্পর্কে আপন ভাগ্নি) বিয়ের অনুষ্ঠানে যোগদিই। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বাড়ির উদ্দেশে রওনা হই। সাথে স্ত্রী ও ছেলের বউকেও সাথে নিতে হয়।  ঘোষবিলা থেকে একটা মাঠ পার হলেই নিজ গ্রাম ধুলিয়া। এ আর ভয়ের কি! এই ভেবে রাস্তায় বের হয়ে কুমারনদের কাঁচারাস্তায় কিলোমিটার খানিক অতিক্রম করতেই সামনে আচমকা উঠে আসে ছিনতাইকারীরা। ধারালো অস্ত্র ধরে বলে, যার কাছে যা আছে দে। আমার গায়ের জামা ছিড়ে বেঁধে ফেলে। স্ত্রী ও ছেলের বউকে টানাহেঁচড়া করতে থাকে। কিরা কসম দিয়ে ছেড়ে দিতে অনুরোধ করি। শ্লীলতাহানির প্রচেষ্টা চালায়। হাতিয়ে নেয় পুত্রবধূর কানের সোনার দুল-নাকফুল। স্ত্রীর কানের দুল ও চুড়ি। নগদ দেড়শ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে।