আইপিএলের ইতিহাসে ধোনির বিরল কীর্তি

মাথাভাঙ্গা মনিটর: আইপিএলের দশম আসরে প্রথম কোয়ালিফাই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন পুনের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার ২৬ বলে ৪০ রানের দুরন্ত ইনিংসে ভর করেই আইপিএল’র প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে স্টিভ স্মিথ বাহিনী। ৫টা ওভার বাউন্ডারিতে তিনি যেমন দর্শকদের ভরপুর মনোরঞ্জন করেছেন, তেমনই দলের প্রয়োজনের মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন।পুনে ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে সাতটি ফাইনালে ওঠার বিরল নজির স্থাপন করলেন ধোনি। শুধু তাই নয় নিজের ক্যারিয়ারে টি ২০ টুর্নামেন্টে মোট এগারো বার ফাইনালে ওঠার বিরল নজিরও স্পর্শ করলেন তিনি। আইপিএল ছাড়াও এই তালিকায় রয়েছে টি ২০ বিশ্বকাপ (দু’বার), এশিয়া কাপ টি ২০ এবং চ্যাম্পিয়ন্স লিগ টি ২০। দশটা আইপিএলের আসরের মধ্যে ফাইনালে সাতবারই ধোনির উপস্থিতি- এমন নজির আপাতত কোনো ক্রিকেটারেরই নেই। শেষ ছয়বারে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ফাইনালে উঠেছিলেন তিনি।
২০০৮ সালে, আইপিএলের প্রথম মরসুমেই ফাইনালে উঠেছিলো চেন্নাই। তবে সেবার রাজস্থান রয়্যালসের কাছে হার মানতে হয়েছিলো তাদের। দ্বিতীয় আসরে চেন্নাই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এরপর টানা চারবার ধোনির চেন্নাই ফাইনালে উঠেছিলো। এই চারবারে চেন্নাই দু’বার জয়ী দলের শিরোপা পেলেও, দুবার রানারআপ হয়েছিলো। গত আসরে ধোনির নেতৃত্বে পুনের অবস্থা ছিলো শোচনীয়। পয়েন্ট টেবিলের তলানিতে ছিলো দলটি। এবারের আসরের শুরুতেই ধোনির হাত থেকে নেতৃত্ব নিয়ে নেয় পুনে। দলের নেতৃত্ব তুলে দেয়া হয় স্মিথের হাতে। নেতৃত্ব পেয়ে পুনেকে ফাইনালে তুললেন স্মিথ।