চুয়াডাঙ্গায় স্কুল ভলেন্টিয়ার ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্কুল ভলেন্টিয়ার ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু করে বেলা ৪টা পর্যন্ত তিন দিনব্যাপী স্কুল ভলেন্টিয়ার ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যলয়ের ৪০ জন শিক্ষার্থী। বৃহত্তর কুষ্টিয়া জেলার মধ্যে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়কে বেছে নেয়া হয়েছে ভলেন্টিয়ার ট্রেনিং কোর্সের জন্য। অগ্নিনির্বাপক, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করা একা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষে সম্ভব না। তার জন্য প্রয়োজন দক্ষ জনবল। সে জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশে থেকে ভলেন্টিয়ার হিসেবে দুর্যোগকবলিত মানুষের সেবা করার জন্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভলেন্টিার ট্রেনিং কোর্সের আয়োজন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত আলী। সভাপতি ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। ট্রেনিং কোর্সের ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত আলী, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুস সালাম, জীবননগর ওয়্যার হাউজ ইন্সপেক্টর সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুস ছালাম ও সিনিয়র ফায়ারম্যান হাসানুজ্জামান।