ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের আশা অর্ধেক শেষ

 

মাথাভাঙ্গা মনিটর: ত্রিদেশীয় সিরিজের অন্যতম ফেবারিট ছিলো বাংলাদেশ। এমনকি ট্রফি জয়টাও অসম্ভব ছিলো না। এখনো বাংলাদেশের এক ম্যাচ বাকি। তবে সিরিজের ট্রফির নিষ্পত্তি হয়ে যেতে পারে আজই। আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে দর্শক হয়ে থাকা বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে এ ম্যাচে। আজ নিউজিল্যান্ড জিতে গেলে ট্রফিও হয়ে যাবে তাদের। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও তখন লাভ হবে না। ম্যাচের অর্ধেকে বাংলাদেশের আশাও অর্ধেকে নামিয়ে আনলো নিউজিল্যান্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৪ রান তুলেছে তারা। ক্রিকেটীয় অনিশ্চয়তার দিনগুলোর একটি আজ দেখা না দিলে এই রান তাড়া করা আইরিশদের কম্ম নয়। এতো রান তাড়া করে কখনোই জেতেনি তারা। তবে খেলা বলে অনিশ্চয়তা তো থাকছেই। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ড যেমন ইংল্যান্ডের ৩২৮ রান পেরিয়ে গিয়েছিলো। গত বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩০৫ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিলো তারা। এমন এক বীরত্বের দিন ফিরিয়ে আনতে হবে নিজেদের টেস্ট ক্রিকেটের উপযোগী প্রমাণের অপেক্ষায় থাকা আইরিশদের। আর তা করতে পারলে বাংলাদেশের টিকে থাকা অর্ধেক আশাটা বেঁচে ওঠে। এমনিতে এই সিরিজের ট্রফি জিততেই হবে, এমন শর্ত কেউ বাংলাদেশকে দেয়নি। তবে নতুন বাংলাদেশের কাছে যে কয়টি জিনিস এখনো অধরা, তার একটি ত্রিদেশীয় সিরিজের ট্রফি। বাংলাদেশ অবশ্য তার ক্রিকেট ইতিহাসে একটিই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতেছিল। ২০০৭ বিশ্বকাপের আগে সেই সিরিজের বাকি দুই দল ছিলো বারমুডা ও কানাডা।

দলের সেরা বেশ কজন তারকাকে রেখে এই টুর্নামেন্টে আসা নিউজিল্যান্ডের তুলনায় বাংলাদেশের শক্তি বেশি ছিলো অবশ্যই। কিন্তু প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় সমীকরণ কঠিন হয়ে গেছে বাংলাদেশের।