পবিত্র রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের আন্তরিকতা কামনায় ইসলামী শাসনতন্ত্রের আবেদন

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান আসন্ন। আর মাত্র কয়েকদিন বাকি। এরই মাঝে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের আশু দৃষ্টি কামনায় কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেন জেলার ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফে পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে পবিত্রতা রক্ষার্থে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করে লিখিত আবেদনপত্র পেশ করা হয়। আবেদনে বলা হয়, রমজানে টিভিতে, সিনামাহলে ইসলামবিরোধী অশ্লীল সিনেমা নাটক প্রদর্শন বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। তাছাড়া পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে রোজদারগণ মারাত্মক সমস্যার সম্মুখিন হন। এজন্য অবৈধ মজুদদারি, কালোবাজারি, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য সর্বসাধরণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়া সন্ত্রাস, মারামারি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, খুন ধর্ষণ, দুর্নীতিসহ সমাজ ও মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।