চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড

 

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গত শনিবার ঢাকা গুলশানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কার্যালয়ে তল্লাশির নামে পুলিশের উশৃঙ্খল আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। বেশ কয়েক জায়গায় পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল রোববার বিকেলে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাঁধায় পড়ে। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, সদর থানা বিএনপির সভাপতি আবু জাফর মন্টু, অ্যাড. মইনুল হোসেন, সহসভাপতি মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় ছাত্রদলের সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, পৌর বিএনপির নেতা রবিউল ইসলাম লিটন, জেলা স্বচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাড. বদিউজ্জামান বদি প্রমুখ।

স্বাক্ষরবিহীন এক প্রেজবিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল বের করতে না পেরে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের, জেলা বিএনপি নেতা আরশেদ আলী কালু, জেলা ছাত্র দলের যুগ্মআহ‌বায়ক জাহেদ মো.রজীব খান, পৌর বিএনপি সহ-সভাপতি ইন্তজুর রহমান প্রমুখ। পরিচালনা করেন-জেলা যুবদলের সভাপতি খালিদ মাহমুদ মিল্টন।

পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিণ্টু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে,চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশি বাঁধায় পড়ে। পরে সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা বিএনপি সদস্য আবু বক্কর সিদ্দিক আবু।প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহবায়ক সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাস পিটু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন,পুলিশি বাধায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। বাঁধা পেয়ে তার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল রোববার সকালে শহরের গীতাঞ্জলী সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। নেতাকর্মীরা বাঁধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করেন।  এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বক্তব্য রাখেন।