আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

 

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার চাঁদ দেখা গেলে কাল শনিবার শুরু হবে পবিত্র মাহে রমজান। সে ক্ষেত্রে আজ রাতেই তারাবির নামাজ পড়তে হবে এবং সেহরি খেতে হবে। এজন্য জাতীয় চাঁদ দেখা কমিটি আজ বাদ-মাগরিব বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভায় মিলিত হবে। তবে আজ দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না গেলে নিয়ম অনুযায়ী ৩০ দিনে শাবান মাস পূর্ণ করে রোববার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান মাস। তখন কাল শনিবার রাত থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুরু হবে তারাবির নামাজ ও সেহরি। পবিত্র রমজান মাসে সারাদেশে সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।