চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে মডেল হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে আলোচনাসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

 

উন্নত চিকিৎসাসেবার জন্য যা যা করার সব করা হবে

স্টাফ রিপোর্টার: আমরা কেন দেশের অন্য হাসপাতালে চিকিৎসা নিতে হবে। আমাদের চিকিৎসা আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই যতেষ্ঠ। উন্নত চিকিৎসাসেবার জন্য যা যা করার সব করা হবে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিবেশ ভালো। আমাদের নিজের উন্নত চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করি তাহলে এখানেই সব ধরণের চিকিৎসা সম্ভব। চিকিৎসা নিতে ঢাকা, রাজশাহী, খুলনা যাওয়া লাগবে না। উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। তিনি গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে মডেল হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত আলোচনাসভার প্রধান অতিথির বক্তেব্যে রাখছিলেন। এ সময় হুইফ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, আমাদের সদর হাসপাতালকে একটি মডেল হাসপাতালে রূপান্তরিত করে এখানেই সব ধরণের চিকিৎসাসেবা নেবো। আসুন আমরা সবাই মিলে ওয়াদা করি আজকের পর থেকে আর একটাও গরিব মানুষ যেন অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা না যায়। এর জন্য একটি দরিদ্র তহবিল তৈরি করতে হবে। আসুন আমরা সবাই মিলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে একটি মডেল হাসপাতালে রূপান্তরিত করি। সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন, দশের লাঠি একের বোঝা, সবাই মিলে যদি চেষ্টা যায় তাহলে অবশ্যই সম্ভব চুয়াডাঙ্গা সদর হাসপতালকে একটি মডেল হাসপাতালে রূপান্তরিত করা। হাসপাতালের দুর্গন্ধ দুর করতে হবে, নিরাপদ অপরেশন থিয়েটারের ব্যবস্থা করতে হবে। দর্শনার্থীদের নিরাপদ একটি বসার ব্যবস্থা করতে হবে। এজন্য চাই সকলের সহযোগিতা।

চুয়াডাঙ্গা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রওশন আরা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী নীল রতন সাহা, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল হোসেন জোয়ার্দ্দার, সাবেক কৃষকলীগের সভাপতি আজিজুল হক, ব্যবসায়ী হাবিবুর রহমান, বিশিষ্ট ঠিকাদার নুরুজ্জামান, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, নার্স অ্যাসিয়েশনের সভাপতি ফেরদৌর আরা রোকেয়া, সাধারণ সম্পাদক শফিউদ্দীন, ভারপ্রাপ্ত নার্স সুপার ভাইজার ফেরদৌস আরা গিনি, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান মালিক, চুয়াডাঙ্গা জুয়েলারী মালিক সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, ডায়গনষ্টিক মালিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম মনা, বাংলাদেশ মেডিকেল অ্যাসিয়েশনের সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, ডা. আবু বক্কর সিদ্দিক, ডা. ওয়ালিয়ার রহমান নয়ন, ডা. তারিক হাসান শাহীন প্রমুখ। অনুষ্ঠাটি উপস্থাপনায় ছিলেন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দীন দুলু।