চুয়াডাঙ্গায় সরকারের সাফল্য অর্জন উন্নয়ন ভাবনা ও জঙ্গিবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহ ব্র্যান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষ কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করেন। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যহত রেখেছেন। এর ফলে বাংলাদেশ বিশ্বের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নতি হতে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানগণ বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরে বক্তব্য রাখছেন। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের এ উন্নয়নের ধারা সহ্য করতে না পেরে এক শ্রেণির মানুষ ধর্মের দোহায় দিয়ে মেধাবী ছাত্রদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাচ্ছে। বাল্যবিয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নের পথে প্রদান বাধা। কিছু চক্রান্তকারীরা শান্ত দেশকে অশান্ত করার চেষ্টা করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এজন্য সকল মায়েদের সজাগ থাকতে হবে। সন্তানরা কোথায় যায় কি করে তাদের খেয়াল রাখা মায়েদের দায়িত্ব। একটু সজাগ থাকলেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দেশ থেকে সমূলে ধ্বংশ করা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এ সময় তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। জেলা তথ্য অফিসের অফিস সহকারী ফারুক হোসেনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য রোজিনা খাতুন, আলোমতি, আশাবুল হক আশা, ছাদেক আলি ও ইউপি সচীব জিয়াউর রহমান জিয়া।