চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস পোস্টারের মোড়ক উন্মোচন করলেন হুইপ ছেলুন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবসের জনসচেতনতামূলক পোস্টারের মোড়ক উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খুস্তার জামিল, বিএমএর সভাপতি ডা.মার্টিন হিরোক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়ার কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, কনসালটেন্ট ডা. তারিক হাসান শাহীন। অনুষ্ঠানের মূল বক্তা অর্থোপেডিক কনসালটেন্ট ডা. আবু বকর সিদ্দিক। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম। বক্তারা বলেন, তামাক বর্জন করুন ধুমপান থেকে বিরত থাকুন। ধুমপান করলে গ্যাঙ্গরিজ হয়, আর এর থেকে নিজের পা শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করতে হয়। বরন করতে হয় আজীবনের জন্য পঙ্গুত্বের অভিশাপ। আমাদের সুস্থ থাকতে হলে ধুমপান পরিহার করতে হবে। তামাক মুক্ত দিবস পোষ্টারের মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোড়ক উন্মোচন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মু্ক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. আবু বকর সিদ্দিক।