মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ পাঁচদফা দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ

 

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ পাঁচদফা দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষক-কর্মচারীদের সমাবেশ আজ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ আয়োজিত এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক-কর্মচারীদের সমাবেশটি সফল করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, আজ শুক্রবার বেলা ৯টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা অংশগ্রহণ করবেন বলে শিক্ষক নেতারা দাবী করেছেন। শিক্ষক নেতারা সমাবেশে আসা শিক্ষকদের মোটর সাইকেল-বাইসাইকেল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এবং অন্যান্য যানবাহন সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে মাঠে রাখার অনুরোধ করেছেন।

চুয়াডাঙ্গা জেলা স্বাশিপের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সদস্য সচিব রাশিদুল ইসলাম, শিক্ষক নেতা নুর হোসেন, মজিবুল হক, সাইনুল হোসেন বিশ্বাস, তাইজাল হোসেন, আনোয়ার হোসেন, আকরাম হোসেন, আব্দুল মোমিন, হাবিবুর রহমান, মাসুদুল করিম, আব্দুল ওহাব, সাইদুর রহমান সান্টু, আব্দুল আজিজ ও মনিরুজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দাবিসমূহ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বৈশাখী ভাতা প্রদান এবং ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তিকরণ।

প্রস্তুতিসভায় স্বাশিপ সভাপতি ফজলুর রহমান বলেন, পাঁচদফা দাবী বাস্তবায়নে শিক্ষক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, গেষ্ট অব অনার হিসেবে হাজি আলী আজগার টগর এমপি, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক বিএম জাকির হোসেন এবং প্রধান বক্তা হিসেবে স্বাশিপের কেন্দ্রীয় মহাসচিব শাহজাহান আলম সাজুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।