আলমডাঙ্গা মধুপুরের ছোট আবারও গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: যাবজ্জীবন কারাদণ্ডভোগকারী এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী আলমডাঙ্গার মধুপুরের ছোটকে (৫২) আবারও পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় জামজামি বাজার থেকে পুলিশ তাকে আটক করে। সে ২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

জানা গেছে, গতকাল সোমবার বিকেলে জামজামি পুলিশ ফাঁড়ির এএসআই জসিম সঙ্গীয় ফোর্সসহ জামজামি বাজারে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী ইকতার হোসেন ছোটকে গ্রেফতার করেন। এলাকাসূত্রে জানা যায়, এক সময়ের ত্রাস ছোট পূর্ববাংলা কমিউনিস্টপার্টির নেতা ছিলো। ১৯৯৩ সালে বেলগাছি গ্রামের মোহাম্মদ হত্যা মামলায় তার ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ হয়। তৎকালীন পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করলে সে মামলায় ১৭ বছর কারাদণ্ডাদেশ হয়। তাছাড়া বেগুয়ারখাল গ্রামের শুকুর ডাক্তারের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় তাকে আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। ২৫ বছরের শাস্তি মাথায় নিয়ে ছোট জেলে ঢোকে। পরে বিভিন্ন কারণে কয়েক দফা কয়েক বছর সে সাজা মওকুফের সুযোগ পায়। ১৬ বছর কারাভোগ শেষে ২০১১ সালের দিকে সে জেলমুক্ত হয়ে বাড়ি ফেরে। কয়েক মাসপূর্বে তাকে জামজামি ফাঁড়ি গ্রেফতার করেছিলো। সে সময় যমুনা মাঠে ডাকাতি মামলার আসামি হিসেবে এবং জামজামি-হরিণাকুণ্ডু এলাকায় অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্দেহজনক আসামি হিসেবে পুলিশ তাকে আটক করে।