ফলোআপ : দামুড়হুদার পুড়াপাড়া-বিষ্ণুপুর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আটক একজনকে জেলহাজতে প্রেরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুড়াপাড়া-বিষ্ণুপুর সড়কের ওপর গাছ ফেলে গরুভর্তি পাওয়ার টিলারের গতিরোধ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যপারীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক দু জনের মধ্যে দামুড়হুদা খাঁপাড়ার এক সময়ের চিহ্নিত ডাকাত ইলিয়াছকে পুলিশ গতকাল দুপুরে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এছাড়া আটক পুড়াপাড়ার শফিকে জিজ্ঞাসবাদের জন্য থানা হাজতে রাখা হয়েছে। আজ বুধবার তাকেও আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের বাকী অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যহত আছে। ইতোমধ্যেই ওই সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রেজাউলের ছেলে সুজন, ফজলুর রহমান, হাসেম, হাপি, বুলবুল, হাসিবুল, গোপালপুরের মকবুল ও আশাদুল এবং দলিয়ারপুরের কামাল গত সোমবার ডুগডুগি পশুহাট থেকে গরু কিনে ৪টি শ্যালোইঞ্জিনচালিত পাওয়ারটিলারযোগে বাড়ি ফেরার সময় রাত পৌনে ৮টার দিকে দামুড়হুদার পুড়াপাড়া-বিষ্ণুপুর সড়কের মাথাভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছুলে পূর্ব থেকে ওত পেতে থাকা ৪/৫ জন ছিনতাইকারী সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে এবং ব্যপারীদের কাছে থাকা বেশকিছু টাকা ছিনিয়ে নেয়। ওই সময় বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুহুবুল সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতদল একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ ও দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ।