গাংনীতে দুই বেয়াইয়ে মাথা ফাটাফাটি!

 

গাংনী প্রতিনিধি: বেয়াই মানে অতি সম্মান আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বেয়াই মানে মনের কথা ভাগাভাগি করার উপযুক্ত মানুষ। কিন্তু যদি এই বেয়াই সম্পর্কে চির ধরে? তাহলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুর্ঘটনা। এমনই এক দুর্ঘটনা ঘটিয়ে আলোচনায় এলেন মেহেরপুর গাংনীর শিশিরপাড়া গ্রামের দুই বেয়াই। টর্চলাইট দিয়ে একে অপরের মাথা ফাটিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে উৎসুক মানুষ মস্কারা করে বলেছেন, তাদেরকে পাশাপাশি দুটি বেডে রাখা হোক। আহত দুই বেয়াই হচ্ছেন- শিশিরপাড়া গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে বদর উদ্দীন (৪৫) ও একই গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে আব্দুল কুদ্দুস (৫০)।

আহত সূত্রে জানা গেছে, বদর উদ্দীনের মেয়ে নুরছুন খাতুনের সাথে ১৫ বছর আগে কুদ্দুসের ছেলে হামিদুল ইসলামের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে সংসারে অশান্তি চলছিলো। এর জেরে গতকাল শুক্রবার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যান বদর উদ্দীন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে টান টান উত্তেজনা চলছিলো। রাত দশটার দিকে শিশিরপাড়া গ্রামের বটতলা মোড়ে দেখা হয় বদর উদ্দীন ও কুদ্দুসের। ছেলেমেয়ের সংসারের অশান্তির বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা বাধে। একপর্যায়ে দুজনের হাত থাকা টর্চলাইট দিয়ে একে অপরের মাথা ফাটিয়ে দেন। মাথা থেকে রক্ত ঝরে দুজনেরই শার্ট ভিজে যায়। স্থানীয়রা তাদেরকে পৃথকভাবে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন। দাম্পত্য কলহের বিষয়টি নিয়ে এলাকার মানুষ দুঃখ প্রকাশ করলেও দুই বেয়াইয়ের মাথাফাটির ঘটনায় মুখরোচক আলোচনা শুরু হয়।