ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ৫ জঙ্গি আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা, পোড়াহাটি পাগলাকানাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার ভোরে তাদের আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা লাখপাড়া গ্রামের আহম্মদ সর্দ্দারের ছেলে আব্দুল লতিফ, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর রহমান, কিনার আলী বিশ্বাসের ছেলে সাহেব আলী, গয়াসপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জিন্নুরাইন লাল্টু ও পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন। আটককৃতরা জঙ্গি মামলার এজাহার ভুক্ত আসামি বলে ঝিনাইদহ র‌্যাব-৬’র এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ, ইঞ্জিনিয়ার্স স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ ও এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জঙ্গি মামলা রয়েছে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, আটককৃতরা গত ০৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানায় নিহত আব্দুল্লাহ, তুহিন ও পলাতক আসামি লিমনের ঘনিষ্ঠ সহযোগী। শুক্রবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের ঝিনাইদহে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।