চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা সর্বাধিক ১১ বার জিতেছে রিয়াল মাদ্রিদ

 

মাথাভাঙ্গা মনিটর: ১৯৫৬ সালে শুরু হওয়া ইউরোপীয় কাপ টুর্নামেন্টের সূচনালগ্নে এই আসরে একচেটিয়া দাপট চালিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারা ১৯৬০ সাল পর্যন্ত টানা পাঁচ আসরের চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছিলো। রিয়াল মাদ্রিদের পর ৭টি শিরোপা নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয় করেছে ইতালীর এসি মিলান। ৫টি করে শিরোপা রয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুলের। চারটি শিরোপা জয় করেছে হল্যান্ডের আয়াক্স। তিনটি করে শিরোপা জিতেছে ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯২ সালে টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন্স লিগ নামে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ইউরোপের কোনো ক্লাব আগের মরসুমে জয় করা শিরোপা ধরে রাখতে পারেনি বা পর পর দুই আসরে শিরোপা জয় করেনি। রিয়াল যদি আজ শনিবার শিরোপা জয় করতে পারে তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ক্লাব যারা টানা দুটি শিরোপা ঘরে তোলার রেকর্ড গড়বে। ’৯২-পরবর্তী আসরেও সর্বাধিক ৫টি শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এই সময় চারটি শিরোপা জয় করেছে স্পেনের আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনা।