চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ-নীলমণিগঞ্জ সড়কের খেজুরায় দুর্ঘটনা -ট্রাক্টর উল্টে গর্তে পড়ে চালক নিহত

পদ্মবিলা প্রতিনিধি: উল্টেপড়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক ইউনুচ (৪৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে-নীলমণিগঞ্জ সড়কের খেজুরায় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত ট্রাক্টর চালক ইউনুচ ডিঙ্গেদহের মৃত জুমাত আলীর ছেলে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছেন, ডিঙ্গেদহ-নীলগমণিগঞ্জ সড়কের খেজুরা গ্রামের রাস্তার কিছু অংশে একপাশে রাখা হয়েছে ইট। অপর পাশে কাটা হয়েছে বড় বড় গর্ত। এই ইটকে পাশ কাটিয়ে এক মোটরসাইকেলকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টেপড়ে গর্তে। চালক ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ দুর্ঘটনার জন্য স্থানীয়রা গ্রামের রাস্তার পাশে বড় বড় গর্ত করা ও রাস্তায় ইট রাখাকেই দায়ী করেছে। অনেকেই অভিযোগ করে বলেছে, গ্রামের ফকির জোয়ার্দ্দারের ছেলে শাহিদুল ও আলম, আফছার আলীর ছেলে আশরাফুল হকসহ স্থানীয় বেশ কজন রাস্তার পাশে বড় গর্ত করেছে। কেউ কেউ রেখেছে ইট। ইটের গাদার কারণে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে পড়ায় স্থানীয় অনেকের মধ্যেই দানা বেধেছে ক্ষোভ।