চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসক- প্রতিবন্ধীরা সমাজ তথা দেশের বোঝা নয় : সম্পদে পরিণত করতে হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা ও খাদিমপুর ইউনিয়ন স্ব-সহায়ক দল। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্ক্যান্ড প্রকল্পের সিএইচডিআরপি আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল সামি, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. সেলিম রেজাসহ অনেকে। স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজ তথা দেশের বোঝা নয়। বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদে রূপান্তরিত করে দেশের কাজে লাগাতে হবে। এতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিবন্ধীদের প্রতি যত্নশীল হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। পরে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।