চুয়াডাঙ্গা পৌর ঈদগার তিনটি ফটকে মেয়রের ১২টি ছবি কেটেছে দুর্বৃত্ত : উত্তেজনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ঈদগা ময়দানের তিনটি প্রবেশ মুখে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সৌজন্যে তৈরি করা তিনটি ফটকে লাগানো মেয়রের ছবি কেটে দিয়েছে দুর্বৃত্ত। গতরাত ১২টার দিকে এক অ্যাম্বুলেন্স চালক দৃশ্য দেখে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফকে জানালে তিনি পুলিশকে জানান। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের নামের তালিকা প্রস্তুত করে গ্রেফতার অভিযান শুরুর প্রস্তুতি নেয়। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তেমন কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। ছবি ছেড়াকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দানা বেধেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর ঈদগা ময়দানে প্রতিবছর পবিত্র ঈদ উপলক্ষে বড় বড় ফটক তৈরি করা হয়। পৌর মেয়রের সৌজন্যে নির্মাণ করা গেটে মেয়রের পক্ষে ঈদ মোবারক জানানোর পাশাপাশি লাগানো থাকে মেয়রের হাস্য উজ্জ্বল ছবি। এবারের ঈদ উল ফিতর উপলক্ষেও চুয়াডাঙ্গা পৌর ঈদগা ময়দানের মূল সড়কে শুরুতে একটি, মেন দরজায় একটি, ও প্রভাতী স্কুলপ্রান্তে একটি মোট তিনটি গেটেই মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর মোট ১২টি ছবি লাগানো ছিলো। গতরাতে কে বা কারা ছবিগুলোর মুখের অংশ কেটে পাশেই ফেলে দেয়। খবর পেয়ে সদর থানার এসঅই সানজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দও পৌঁছান ঘটনাস্থলে। তারা মন্তব্য করতে গিয়ে বলেন, কোনো ধরনের মানসিকতা লালন না করলে এ ধরনের ন্যাক্কারজনক কাজ কোনো চক্র করতে পারে? জেলা ছাত্রলীগ সেক্রেটারি বলেন, পৌর মেয়রের ছবি কেটে পৌরবাসীকেই খাটো করা হয়েছে। এর জবাবও পৌরবাসী দিতে জানে।