দর্শনায় শাপলা পার্ক উদ্বোধন : রংধনু দিলো বাড়তি শোভা

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার শিল্প নগরি দর্শনা হল্ট স্টেশনের অদূরে মনোরম পরিবেশে শাপলা পার্ক উদ্বোধনকালে পূবআকাশে উজ্জল হয়ে ওঠে রংধনু। ফিতে কেটে পার্কের উদ্বোধনের পর শিশু শীর্ষর দৃষ্টি যখন আকাশের রংধনুর দিকে, তখন উদ্বোধন অনুষ্ঠানের অতিথিদের নজর অবশ্য পার্কের শোভাবর্ধনে পার্ক কর্ণধার পরিচালক জালাল উদ্দীনের পারদর্শীতা বা প্রচেষ্টার দিকে।
গতকাল শনিবার বিকে দর্শনা হল্টস্টেশনের অদুরে মনোরম পরিবেশে গড়ে তোলা শাপলা পার্কের ফিতে কেটে উদ্বোধন করেন কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। প্রধান অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, বিশেষ অতিথি ছিলেন মনিরুজ্জামান মানি। উদ্বোধনকালে সরদার আল আমিন বলেন, মানুষ সুন্দরের পুজারি। সুন্দর যেখানে বিদ্যমান, বিনোদন মুখি মানুষের সমাগম সেখানে সর্বক্ষন। প্রাকৃতিক শোভা দেখলে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি মানষিক প্রশান্তিতে ভরে যায় মন। মনে রাখতে হবে সুস্থ বিনোদন নির্মল করে চিত্তকে। আরো উপস্থিত ছিলেন, পার্কের পরিচালক জালাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, হারুন অর রশিদ, জাহাঙ্গীর, জয়নাল আবেদীন, লিটন, রাসেল, খোকা, শহিদুল প্রমুখ। উদ্বোধনকালে জালাল উদ্দীন বলেছেন, খানেকটা তড়িঘড়ি করে উদ্বোধনে পার্কের পূর্ণতায় অনেকটা ঘাটতি থাকলেও পর্যায়ক্রমে তা সব কিছুই করা হবে।