ভিভো আইপিএলের স্বত্ত্ব কিনে নিলো ২১৯৯ কোটি রুপিতে!

 

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই টাকার খেলা। টুর্নামেন্ট চলাকালীন সময়ে নাকি বাতাসে টাকা ওড়ে! এই টুর্নামেন্টের স্পনশরশিপের মূল্য যে আকাশছোঁয়া হবে তা বলাই বাহুল্য। হলোও তাই। আইপিএলের টাইটেল স্পনসরশিপ বিক্রি হল ২ হাজার ১৯৯ কোটি রুপিতে! আগামী ৫ বছরের জন্য এই টাইটেল স্পনসরশিপ কিনে নিলো চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাথে চাইনিজ কোম্পানি ভিভো যে চুক্তি স্বাক্ষর করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে, আইপিএল টাইটেল রাইটস নিজেদের অধীনেই রাখলো ভিভো। ২০১৮ সাল থেকে ২০২২ আইপিএল পর্যন্ত আইপিএল টাইটেল স্পনসরশিপ এখন ভিভোর দখলে। গত ২ বছরের তুলনায় ৫৫৪ শতাংশ বর্ধিত মূল্যে ২ হাজার ১৯৯ কোটি রুপিয় এই স্বত্ত্ব কিনে নিয়েছে ভিভো। ২০১৬ এবং ২০১৭ আইপিএল টাইটেল কিনতে ভিভো খরচ করেছিলো ২০০ কোটি রুপি। প্রতি বছর ১০০ কোটি রুপি, বিগত দু বছর ভিভোর সাথে এই চুক্তিই চলছে বিসিসিআইয়ের। সেই চুক্তি শেষ হওয়ার পরই নতুন ভাবে চুক্তি করার জন্য নিলামের আয়োজন করে বিসিসিআই। সেই নিলামে ভারতীয় দলের স্পন্সর আরেক মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পোকে টেক্কা দিয়ে আইপিএল টাইটেল স্বত্ত্ব কিনে নেয় ভিভো। নিলামে আইপিএল টাইটেল সত্ত্ব কিনে নিতে ১ হাজার ৪৩০ কোটি রুপি পর্যন্ত দর হেঁকেছিলো অপ্পো। কিন্তু দিনের শেষে ভিভোর দেয়া ২ হাজার ১৯৯ কোটি রুপির মোটা অঙ্কের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি আর কোনো সংস্থা।

উল্লেখ্য, ২০০৮ সালে যখন প্রথম আইপিএল শুরু হয় তখন টাইটেল স্পন্সরশিপ ছিলো ডিএলএফ’র। ২০১২ সালের পর ৩৯৬ কোটি রুপিতে সেই সত্ত্ব কিনেছিলো সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক সংস্থা পেপসি।