অধিকার আদায়ে সংগঠনকে সম্মিলিতভাবে গতিশীল করার তাগিদ

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার: ‘সাংবাদিকরা অন্যের অধিকার আদায়ে অবদান রাখেন, রাষ্ট্র পরিচালনায় চতুর্থ শক্তি হিসেবে কাজ করেন। সমাজকে সুন্দরের পথ দেখান। অথচ সাংবাদিকদের অনেক দাবি দাওয়া, অধিকার পদে পদে ধুলণ্ঠিত। অধিকার আদায়ে অবশ্যই সাংগঠনিক হতে হবে। সংগঠনকে সম্মিলিত প্রচেষ্টায় গতিশীল করতে হবে।’
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি বক্তা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান উপরোক্ত মন্তব্য করে বলেছেন, সাংবাদিকদের পাশে সব সময় সুশীল সমাজ ছিলো, আছে, থাকবে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ই¯্রাফিল। তিনি বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজকে দিনের পর দিন এগিয়ে নিচ্ছেন। অনিয়ম দুর্নীতি রোধে কাজ করছেন। সাংবাদিক সমিতি সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার হোক। আমরা আছি পাশে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীণ সাংবাদিক হামিদুল হক মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়াও স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিকদের অনেকেই বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার কার্যক্রমকে গতিশীল করার তাগিদ দিয়ে ৫১তম প্রতিষ্ঠাবাষির্কী পালনে বিশেষ আয়োজন করাই বর্তমান কমিটিকে সাধুবাদ জানান। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক শাহ আলম সনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, অ্যাড. ওয়াছিকুর রমান ডিউক, শেখ সেলিম প্রমুখ। আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য তৌহিদ হোসেন, এটিএন বাংলার চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান, এসএ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফ, একাত্তর টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এমএ মামুন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব, সাংবাদিক মাফুজ উদ্দীন খাঁন, সাংবাদিক সমিতির সহসম্পাদক ইলিয়াস হোসেন, প্রেসক্লাব সদস্য আবুল হাসেম প্রমুখ। এর আগে সভার শুরুতে প্রয়াত সকল সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল মা’মূর জামে মসজিদের ইমাম।