নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথিসহ তিন নারী জঙ্গি ৮৪ ঘণ্টার রিমান্ডে

কুষ্টিয়া প্রতিনিধি: ঢাকার গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালানো নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আরশাদী জাহান তিথিসহ তিন নারী জঙ্গির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিজ্ঞ বিচারক এমএম মোর্শেদ এ আদেশ দেন।
আদালতসূত্রে জানা যায়, সোমবার সকালে ভোড়ামারা থানার ওসি (তদন্ত) আননুর যায়েদ তিন নারী জঙ্গিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া নারী জঙ্গিরা হলেন নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আশরাদী জাহান তিথি ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড তালহার স্ত্রী সুমাইয়া এবং ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর এলাকার আরমানের স্ত্রী টলি আরা। এর আগে রোববার দুপুরে ভেড়ামারা থানার এসআই রোকনুজ্জামান বাদী হয়ে ওই তিন নারী জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে বাড়ির মালিক জামায়াতের রোকন নাসিমা খাতুনকে রোববার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার কুষ্টিয়া ভেড়ামারার বামনপাড়া তালতলা মসজিদের সামনে একটি বাড়িতে জঙ্গি অস্তানা সন্দেহে অপারেশন টেপিড পাঞ্চ নামে অভিযান চালায় কাউন্টার টেররিজম, বোমা নিষ্ক্রিয়কারী টিম, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ। অভিযানে নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, জঙ্গি রাজিবুল ইসলাম ওরফে তালহার স্ত্রী সুমাইয়া ও জঙ্গি আরমানের স্ত্রী টলি বেগমকে দুইটা সুইসাইডাল ভেস্ট, ১টি পিস্তল, বোমা, ৪টি ম্যাগজিন ও গান পাউডারসহ গ্রেফতার করে। তারা সবাই সুইসাইডাল স্কোয়ার্ডের সদস্য।