চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে পুকুরপাহারার ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র স্কুলপাড়ার আনোয়ার হোসেনের পুকুর পাহারা দেয়া কুঁড়েঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে শফি উদ্দীন, মাসুদ, সালাউদ্দীন, সজ্জেত আলী, রফিকুল ইসলাম, ইমরান আলীসহ তাদের লোকজন পুকুরপাহারা ঘরে আগুন দেয় বলে অভিযোগ তুলে আদালতে মামলা করা হয়েছে। বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারার বিধানমতে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে পরবর্তী দিন ধার্য করেছেন।
আনোয়ার হোসেন বলেছে, শঙ্করচন্দ্র গ্রামে ২৩৪ খতিয়ানে আরএস ৪৫ দাগে অমার নিজনামীয় জমিতে পুকুর রয়েছে। পুকুরে মাছচাষ করি। পুকুর পাহারার জন্য পুকুরপাড়ে ঘরও নির্মাণ করেছি। অথচ গ্রামেরই কয়েকজন জমির মালিকানা নিয়ে বিরোধের সূত্রপাত ঘটিয়েছে। এদের মধ্যে- সালাউদ্দীন, সাজ্জেদ, আলী, মাসুদ, শফি উদ্দীনসহ তাদের লোকজন পূর্বপরিকল্পিতভাবে পুকুরপাড়ের পহারার ঘরে অগুন ধরিয়ে পুড়িয়েছে। এ বিষয় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশন পেশ করি। শুনানি শেষে আদালত ১৪৫(১) ধারার বিধানমতে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়ার পাশপাশি পরবর্তী দিন ধার্য করেছেন।