চুয়াডাঙ্গার এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিশু ছাত্রী নিখোঁজ : একজনকে উদ্ধার : এক যুবক আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রীর হদিস না পেয়ে হইচই শুরু হয়। অবশেষে একছাত্রী ফিরে এলেও বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে কে বা কারা ফুঁসলিয়ে নিয়ে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা ফার্মপাড়ার রেলবস্তি এলাকার রাশেদের মেয়ে রুনা খাতুন, আবদুল গনির মেয়ে আসমা খাতুন ও ইসহাক আলীর মেয়ে রিয়া খাতুন এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদেরকে বৃহস্পতিবার সকাল থেকে খুঁজে পাওয়া যায় না। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তাদেরকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এলাকার অনেকেই জানান, ওই তিন স্কুলছাত্রী বুধবার বিকেল থেকে নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ রিয়া খাতুনকে আলমডাঙ্গা থেকে উদ্ধার করা হয়। সাথে সাথে এক যুবককে আটক করা হয়। আটক যুবক অনিক দক্ষিণ গোরস্তানপাড়ার আবু তালেবের ছেলে। অন্য নিখোঁজ দুজনের এখনো খোঁজ মেলেনি।