দামুড়হুদার ঠাকুরপুর বিজিবির মাদকবিরোধী অভিযান- মদসহ চাকুলিয়ার আনারুল আটক : মামলা

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল রাশিদুল আলমের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলা বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই মাদকদ্রব্যসহ আটক করা হচ্ছে মাদক কারবারীচক্রের সদস্যদের। দায়ের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা। দামুড়হুদার ঠাকুরপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ আনারুল নামের অভিযুক্ত এক মাদককারবারীকে আটক করলেও পালিয়ে যায় ওই চক্রের আরও ৪ সদস্য। বিজিবির পক্ষ থেকে ৫ জনেরর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইসলাম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান সীমান্তের ৮৮ নং মেন পিলার এলাকায়। এ সময় বাংলাদেশ সীমান্তের ৫০ গজ অভ্যান্তর থেকে আটক করা হয় চাকুলিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে অভিযুক্ত মাদককারবারী আনারুল ইসলামে (২৮)। আনারুলকে আটক করা হলেও বিজিবির হাত থেকে পালিয়ে রক্ষা পায় একই গ্রামের ফকির বিশ্বাসের ছেলে মমতাজ (৪০), মুনসুর আলীর ছেলে মনির হোসেন (৪০), আব্দুল কাদেরে ছেলে রিপন (২৮) ও আফতাব উদ্দিনের ছেলে আছির উদ্দিন (২২)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত আনারুলের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় নায়েব সুবেদার ইসলাম উদ্দিন বাদি হয়ে আনারুলসহ ৫ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।