জালজালিয়াতির অভিযোগে মামলা : জুট মিলের জেনারেল ম্যানেজার গ্রেফতার

স্টাফ রিপোর্টার: জাল জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার আসামি আয়ুব আলী হাওলাদারকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল তাকে মাগুরা থেকে মাগুরা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে চুয়াডাঙ্গায় নেয়া হয়। পুলিশ বলেছে, আয়ুব আলী উচ্চ আদালতের আদেশ জাল করে জামিননামা তৈরি করে। পরে আত্মগোপন সে।
জানা গেছে, ঝালকাঠি নলসিটির পলহলিয়ার মৃত মহাব্বত আলী হাওলাদারের ছেলে আয়ুব আলী হাওলাদার মাগুরার নিসং জুট মিলের জেনারেল ম্যানেজার ছিলেন। পাটের টাকা নিয়ে নয়-ছয় করার অভিযোগে চুয়াডাঙ্গা পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার সাইদুর রহমানের ছেলে আশিক ইকবাল মামলা করেন। মামলায় ২৫ লাখ ৩৫ হাজার ৪৭৮ টাকা না দেয়ার অভিযোগ উত্থাপন করা হয়। পুলিশ বলেছে, এ মামলা ছাড়াও উচ্চ আদালতের আদেশ জাল জালিয়াতির মামলা রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদরে ভিত্তিতে গতকাল মাগুরা থানা পুলিশের সহযোগিতায় মাগুরা থেকে গ্রেফতার করা হয়।