কিস্তির টাকা চাওয়ায় মারপিটের শিকার হলেন সমিতির পরিচালক

 

স্টাফ রিপোর্টার: কিস্তির টাকা চাওয়ার জন্য সমিতির পরিচালক বাটামপেটার শিকার হয়েছেন। দামুড়হুদা আরামডাঙ্গার সমিতির মাদকসেবী গ্রাহক এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে সমিতির কার্যালয়ে।

অভিযোগে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে অবস্থিত আশার আলো যুব উন্নয়ন সমবায় সমিতির পরিচালক বিল্লাল ঋণের কিস্তির টাকা চান তার সমিতির গ্রাহক উপজেলার আরামডাঙ্গা গ্রামের ইউসুফ খাঁনের ছেলে ফুয়াদের কাছে। ফুয়াদের কাছে টাকা চাওয়ায় নেশাগ্রস্ত অবস্থায় ক্ষিপ্ত হয়ে পরিচালকে মারধর করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন বিল্লাল হোসেন। বিল্লাল জানান, সমিতিতে একমাস কিস্তির টাকা দিচ্ছে না। সে আমার অফিসে এলে তার কাছে কিস্তির টাকা চাইলে সে মাতাল অবস্থায় থেকে আমাকে বাটাম দিয়ে মারপিট করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। তার সহযোগী হিসেবে ছিলো তার ছেলে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করেছেন সমিতির পরিচালক।